বারাকা এরাবিক লার্নিংয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন



বারাকা এরাবিক লার্নিংয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সম্পন্ন


দ্বীনি শিক্ষায় সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান বারাকা এরাবিক লার্নিং সেন্টারের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরের পাঠানটুলায়  নিজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বারাকা এরাবিক লার্নিং সেন্টারের সভাপতি ফাহিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আতিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে ইলাহি মোহাম্মদ ফাইসাল।

সেন্টারের সহ-সভাপতি আব্দুল্লাহ এ মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট আজিম উদ্দিন ও মুহিবুর রহমান। 

চলতি বছরের হুফফাজুল কোর'আন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড পরিক্ষায় বারাকা এরাবিক লার্নিং-এর ১৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তাদের মধ্যে বারাকার শিক্ষার্থী আহমেদ আব্দুল বাছিত সিলেট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। 

হিফজ সম্পন্নকারী বিদায়ী ছাত্র ,আহমেদ আব্দুল বাছিত ,মোহাম্মাদ মেরাজুর রহমান ,আহনাফ আতিফ,রাইয়্যান আহমাদকে সংবর্ধনা দেওয়া হয়।

ইসলামিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অর্জন করেন রাইজ স্কুলের শিক্ষার্থী জুনাইনা ঝিকরা ওয়াফা, দ্বিতীয় স্থান অর্জন করে বারাকার হিফজুল কোর'আন বিভাগের শিক্ষার্থী তালহা উদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন আনন্দ নিকেতন স্কুল ও বারাকা ইভিনিং ব্যাচের ছাত্রী ফারিজা মারজুকা বিনতে ফরিদ।

রচনা প্রতিযোগিতায় প্রায় অর্ধশত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্রী শাহ সুমাইয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন স্কলার্স হোম স্কুল ও বারাকার ইভিনিং কোর'আন শিক্ষা ব্যাচের ছাত্র ইনতেসার আলী এবং তৃতীয়স্থান অর্জন করেন গ্রীনহিল স্কুলের ছাত্রী ফাতেহা আহমদ ইপা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকা ইভিনিং কোর'আন শিক্ষা ব্যাচের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল্লাহ জাফর, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফিজ সাদ শাহ আলম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইয়ামিন চৌধুরী, হাফিজ আবু রেজুওয়ান, হাফিজ তাহসীন আজীজ, মাওলানা হেলাল আহমদ, হাফিজ জাবেদ খান, হাফিজ খলিলুর রহমান রায়হান, হাফিজ জিন্নুর রহমান, হাফিজ আব্দুল মতিন ইউসুফ, মাওলানা আমিনুল হক, হাফিজ তাহমীদ আহমেদ, হাফিজ আনছারুল হক জাহেদ প্রমুখ।


এএফ/০৯