জৈন্তাপুরে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২৩
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২৩
০২:৪৮ পূর্বাহ্ন



জৈন্তাপুরে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন শাহপরান থানা এলাকার লাখাডঙ্গি গ্রামের জুয়েল মিয়ার ছেলে সোহাগ আহমদ (২০) ও একই এলাকার আল মদিনা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রাহাত আহমদ (১৯)

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


এএফ/০৮