সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২৩
০৬:১২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২৩
০৭:১১ অপরাহ্ন



সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান


অবশেষে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আনেয়ারুজ্জামান চৌধুরীকেই চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এতে করে বিগত কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান হলো।

আজ শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বিভিন্ন জরিপের ভিত্তিতে এই প্রার্থীতা চূড়ান্ত করা হয় বলে জানান তিনি।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. আবদুস সোবহান গোলাপ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। 


আরসি-০১/এএফ-০২