নানা আয়োজনে সিলেটে চারণের পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৫, ২০২৩
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২৩
০১:৩১ পূর্বাহ্ন



নানা আয়োজনে সিলেটে চারণের পহেলা বৈশাখ উদযাপন

নগরে চারণ সংস্কৃতি কেন্দ্র সিলেটের মঙ্গল শোভাযাত্রা। ছবি- ধ্রুব ভট্টাচার্য্য


‘ঘুচাতে তোমার দুখের বান হাতে হাতে মিলাও প্রাণ’ স্লোগানে সিলেটে পহেলা বৈশাখ উদযাপন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখা। 

বাংলা নববর্ষ ১৪৩০ সালকে বরণ করতে পহেলা বৈশাখের আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় সিলেট চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চারণ সিলেট জেলা আহবায়ক নাজিকুল ইসলাম রানা'র সভাপতিত্বে ও চারণ জেলা সদস্য মাসুদ রানা'র পরিচালনায় পহেলা বৈশাখের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। 


আলোচকরা বলেন, ‘সর্বগ্রাসী এক ভোগবাদী অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের সমাজ আচ্ছন্ন হয়ে পড়েছে। পুঁজিবাদী ব্যবস্থা এবং রাষ্ট্রীয় দায়হীনতার প্রকটতার কারণে এখানে এক লুম্ফেন রাজত্ব কায়েম হয়েছে। জনগণের নীতি নৈতিকতা ডুবাতে সমাজে বিস্তৃত করা হয়েছে নানা আয়োজন। এসব আয়োজনের মূল শিকার প্রধানত কিশোর-তরুণরা। এই তরুণদের উপরই নির্ভর করে সমাজ ও রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে।’ তাই সমাজের শিশু-কিশোর-তরুণদের ভোগবাদী অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে অসাম্প্রদায়িক ও সাম্যবাদী প্রগতিশীল চেতনার ধারক করে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক চিন্তার মানবিক গুণাবলি সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল ৯টায় তিন বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে দুপুর ১২ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


সাংস্কৃতিক পর্বে শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার শিল্পীরা গান-আবৃত্তি-নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত সংগঠন হিসেবে পরিবেশনায় অংশ নেয় অনির্বাণ শিল্পী সংগঠন ও ছন্দনৃত্যালয়। অতঃপর অতিথি শিল্পী বিজন রায়ের একক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি হয়। 

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।


এএফ/০৫