সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩
১২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২৩
১২:৫৭ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজনে প্রতি বছরের মতো এবারও বাংলা বর্ষবরণ করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি‘।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) নগরের সুবিদবাজারে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব আয়োজন করে শ্রুতি।
পাশাপাশি প্রতিবারের মতো এবারও তারা গুণীজনকে সম্মাননা জানায়। এ বছর শ্রুতি সম্মাননা পান নজরুল সংগীত শিল্পী শারমিন সাথী ইসলাম ময়না।
সকালে শ্রুতির বর্ষবরণ উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম,সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, শ্রুতি সমন্বয় সুমন্ত গুপ্ত।।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত।
উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।’
তারা বলেন, ‘বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকরা চৈত্রমাসের শেষদিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূ-স্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো।’
পরে সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
অর্ধ দিবসব্যাপী উৎসবে সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান-বাংলাদেশ, সংগীত নিকেতন, ছন্দনৃত্যালয়, সুরের ভূবন, নৃত্যসুধা, ললিত মঞ্জরী, পাঠশালা, নৃত্যশৈলী, নৃত্যরথ, শ্রুতি-সিলেট প্রমুখ। একক সংগীত পরিবেশন করেন পার্থ প্রদীপ মল্লিক, খোকন ফকির, ইকবাল সাই, লিংকন দাশ, সোনিয়া রায় প্রমুখ।
সমাপনী আয়োজনে দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ রানা।
জাতীয় সংগীতের মাধ্যমে অর্ধদিবস ব্যাপী শ্রুতি বর্ষবরণ উৎসবের ষোড়শ তম আয়োজন সমাপ্ত হয়।