নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২৩
১২:৩০ পূর্বাহ্ন
-ফাইল ছবি
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দুনিয়ার কোনো দেশে বিদেশি লোক নেয় না। আমরা এক দেশ যেখানে বিদেশি লোক আসে।’
আজ শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামনে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন। তাতে বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে কিনা এমন প্রশ্নে খানিকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মন্ত্রী। তিনি বলেন, ‘পাগল নাকি আপনারা। এগুলোতে কেন বিদেশিরা আসবে। দুনিয়ার কোনো দেশে বিদেশি লোক নেয় না। আমরা এক দেশ যেখানে বিদেশি লোক আসে।’
বর্তমানে পচিশ হাজার লোক আছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলো আনলে আমরা ট্যাক্স বাড়াবো তো। ট্যাক্সসহ তাদের থাকার জায়গা দেবেন? আপনি চান আপনার ট্যাক্স বাড়াবো? তাহলে তো চিৎকার শুরু করবেন।’
এএফ/০২