দক্ষিণ সুরমার ছয় ভাই রেস্টুরেন্ট থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২৩
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২৩
০৫:০৭ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমার ছয় ভাই রেস্টুরেন্ট থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার


সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার নাজিরবাজারের ছয় ভাই রেস্টুরেন্টে চলা জুয়ার আসর থেকে ৮জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় লাল মিয়ার এ রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের লোকমান মিয়া (৩৫), কুতুবপুর গ্রামের মো. উজ্জল মিয়া (৩০), একই গ্রামের মো.পংকি খান (৩০) ও আমির আলী (৪৪), এবদালপুর গ্রামের মো.রাজু মিয়া (২৭), আবদিতপুর গ্রামের মো. কয়েছ মিয়া (২২), মাঝপড়া গ্রামের জালাল (৪০) এবং বিশ্বনাথের বাওনপুর গ্রামের আকছার আহমদ (২১)।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বৃহস্পতিবার দুপুরে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে কিছুক্ষণ পর আদালতে প্রেরণ করা হবে।


এসই/০৩