সকালে লাশ মিলল কোম্পানীগঞ্জের ধলাই নদীতে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৩, ২০২৩
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২৩
০৪:৪৯ পূর্বাহ্ন



সকালে লাশ মিলল কোম্পানীগঞ্জের ধলাই নদীতে


বাসায়ই ছিলেন। রাত একটায় ফোন কল পেয়ে বেরিয়ে যান। এরপর সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে নুর উদ্দিন (২৬) নামে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ১৬টি আঘাতের চিহ্ন রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের দক্ষিণে ধলাই নদীর কালো পাথর বাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত নুর উপজেলার উত্তর ঢালারপাড় গ্রামের আবু তাহেরের ছেলে। 

জানা গেছে, সকালে ধলাই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন। নিহতের পিঠে ১৫টি এবং হাতে একটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বেলা দুইটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। 

নিহতের বাবা আবু তাহের জানিয়েছেন, রাতে ছেলে বাসায় ছিল ।। একটার দিকে মোবাইলে কল আসলে সে রিয়ে যায়। রাতে আর ফেরেনি। সকাল নয়টার পরে লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ নদীতে পড়ে আছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহ। 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি লাশ ধলাই নদীতে ভাসমান হওয়ার খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্ত করে।’ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

নুর উদ্দিন পুলিশের সোর্স ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওই এলাকায় পুলিশের বিভিন্ন কাজে সে স্বেচ্ছায় মাঝে মধ্যে সহযোগিতা করত।’ পুলিশকে সহযোগিতা করার জেরে এই হত্যাকান্ড, এলাকাবাসীর এমন ধারণা সম্পর্কে তিনি বলেন, ‘এ কথা আমরাও শুনেছি। তবে তদন্ত করে আসামী সনাক্ত করার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’