ঈদে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ- শ্রমিক ইউনিয়ন মতবিনিময়

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন



ঈদে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ- শ্রমিক ইউনিয়ন মতবিনিময়


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে  সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং সার্জেন্ট (প্রশাসন), আবুবক্কর শাওন এর সঞ্চালনায় দুই পক্ষের মধ্যে আলোচনা ও নিম্ন বর্নিত বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

এসময় এসএমপির পক্ষ থেকে যেসব বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়-

১) দূর পাল্লার প্রতিটি বাসের চালক তার ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে বাস চালাবেন। 

২) বাসে কোনভাবেই অতিরিক্ত যাত্রি বহন করা যাবে না ৩) নিরাপত্তার স্বার্থে প্রতিটি বাস ছাড়ার পূবে যাত্রিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর টিকেটে সংরক্ষণ থাকবে এবং নিরাপত্তার স্বার্থে প্রতিটি যাত্রির ভিডিও ধারণ করে রাখতে হবে ৪) বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না ৫) চালকদের নির্ধারিত ট্রিপ শেষে অবশ্যই তাদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে এবং সড়ক পরিবহন আইন/২০১৮ এর বিধিনিষেধ মেনে যানবাহন পরিচালনা করতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সাদেক কাউসার দস্তগীর, টিআই (প্রশাসন) মোহাম্মদ মোস্তাক আহমেদ ,  সার্জেন্ট/ নূরুল হুদা মোড়ল, সার্জেন্ট প্রকাশ দেবনাথ এবং সার্জেন্ট/ নাজমুল আলম।

 সভায় শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি  হাজী মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত এবং কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।


এসই/০৮