যে কারণে সিলেটে হঠাৎ বেড়েছে গরম

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২৩
০৮:০৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২৩
০১:২৯ পূর্বাহ্ন



যে কারণে সিলেটে হঠাৎ বেড়েছে গরম

সিলেটে হঠাত বেড়েছে গরম


রমজানের গত পনেরো দিন বেশ আরামেই কেটেছে সিলেটবাসীর। তাপমাত্রা অনুকূলে থাকায় খুব একটা কষ্ট হয়নি রোজাদারদের। কিন্তু আজ শনিবার হঠাৎ করে সিলেটে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে ভুগছেন নগরবাসী। 

রোজার মাঝামাঝি সময়ে এমন তাপমাত্রা বাড়ায় অতিষ্ঠ জনজীবন। তাপদাহের শঙ্কা না থাকলেও সিলেট বিভাগের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তাদের মতে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।

গরমের কারণে অনেকে দিনের বেলা ঘর থেকে বেরুচ্ছেন না। আবার ঘরের মধ্যেও থাকা অস্বস্তিকর ঠেকছে গরমের কারণে। নগরের দাড়িয়াপাড়ার বাসিন্দা মোহিত তালুকদার বলেন, ‘আবহাওয়া ঠান্ডা থাকায় গত কয়েকদিন রোজায় তেমন সমস্যা হয়নি। কাজে বের হলেও তৃষ্ণা লাগেনি। তবে আজ প্রচন্ড গরম। আজকের গরমে দিশেহারা হয়ে পড়েছি।’

রিকশা চালক আসলাম বলেন, ‘আজকে গরম বেশি। হঠাৎ এমন গরমে সবারই সমস্যা হচ্ছে। ‘

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, এপ্রিল, মে, জুন স্বাভাবিক গরমকাল,  দেশের বেশ কিছু অঞ্চলে তাপদাহ চলছে। তবে সিলেট তাপমাত্রা বাড়লেও আপাতত তাপদাহের সম্ভাবনা নেই।

তিনি জানান সাপনের দিনগুলোতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।  তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে বলে জানান তিনি।

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।


এসই/০৬