রিকাবীবাজারে সন্ত্রাসী হামলা, আহত ২, আটক ১

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৮, ২০২৩
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২৩
০৮:১১ অপরাহ্ন



রিকাবীবাজারে সন্ত্রাসী হামলা, আহত ২, আটক ১


সিলেট নগরে সন্ত্রাসী হামলায় দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা, ডেইলি স্টার পত্রিকার সিলেটের ফটো সাংবাদিক ও সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের ছেলে শেখ ফাহিয়ান ফেরদৌস (১৪) ও সালেহ আহমদের ছেলে শাফিন আহমদ শাফি(১৬)।

তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে  ছিনতাইয়ের উদ্দেশ্য তাদের ওপর এ হামলা চালানো হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লামা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএইচ রাশেদ ফজল ও এসআই অঞ্জনের নেতৃত্বে এ ঘটনায় জড়িতদের একজনকে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।


এএফ/০১