কানাইঘাট প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২৩
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২৩
০৩:১২ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে নারাইনপুর আগফৌদ গ্রামে মাসুদা বেগম (৪৫) নামে ৬ সন্তানের জননীর ওড়না প্যাচানো ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। মাসুদা আগফৌদ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আজ ইফতারির আধ ঘন্টা আগে নিজ বসতবাড়ির রান্না ঘরের তীরের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় মাসুদার লাশ দেখতে পান পরিবারের লোকজন। এক পর্যায়ে কানাইঘাট থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাসুদা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠান।
স্থানীয়রা বলেন, মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্বামী ইসলাম উদ্দিন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। মাসুদা বেগমের সঙ্গে তার স্বামী ইসলাম উদ্দিনের পারিবারিক ঝগড়াঝাটি সব-সময় লেগে থাকত বলে তারা জানান।
তবে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে মাসুদা বেগম গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।
এএফ/০৯