সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও বি.এন.সি.সি’র ইফতার সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২৩
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২৩
০২:৫৭ পূর্বাহ্ন



সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও বি.এন.সি.সি’র ইফতার সম্পন্ন


উৎসবমূখর পরিবেশে সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং বি.এন.সি.সি এর যৌথভাবে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

বুধবার (৫ এপ্রিল) সিলেট সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপ ও বি.এন.সি.সি এর উদ্যোগে যৌথভাবে  দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয় ।

কলেজ রোভার স্কাউট গ্রুপের আরএসএল ফরিদ মিয়ার সভাপতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি এবং কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক বিনয় ভূষণ চক্রবর্তী।

ইফতার ও দোয়া মাহফিরে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ বি.এন.সি.সি’র দায়িত্বপ্রাপ্ত বাংলা বিভাগের প্রভাষক কাওছার  আহমদ। অনুষ্ঠানটিকে আরও সুন্দরতর করতে সকাল থেকেই রোভার স্কাউট এবং বি.এন.সি.সি এর সদস্যরা করে আপ্রাণ প্রচেষ্টা ও কর্মকান্ড।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘একসঙ্গে মিলেমিশে কাজ করলে  উন্নত দেশ ও উন্নত জাতি গঠন হবে।’ তিনি আরও বলেন, ‘সিয়াম সাধনার মাস আমরা সবাই যেন এই মাসে বেশি করে ইবাদত করি  এবং কোরআন নাজিল এর মাস সবাই সহীহ্ ভাবে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি ।’ 

অনুষ্ঠানকে ঘিরে কলেজের আঙিনা ছিল উৎসবমূখর। 


এএফ/০৮