নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৬, ২০২৩
০৯:৩৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২৩
০৯:৩৪ অপরাহ্ন
উন্নয়নমূলক এবং দরগা শরীফ মসজিদের মিটারিং ইউনিটের পুণঃ নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (৮ এপ্রিল) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
১১ কেভি এম. সি. কলেজ ফিডারের আওতাধীন কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ থেকে হার্ট ফাউন্ডেশন, টিবিগেইট ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে।
১১ কেভি দরগা শরীফ ফিডারের আওতাধীন চৌহাট্টা, পায়রা, ব্রিটানিয়া গলি, আলিয়া মাদ্রাসা, বাজার গলি ও এর আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে।
এএফ/০৩