আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৫, ২০২৩
০৬:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২৩
০৬:৩৪ পূর্বাহ্ন



আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


পবিত্র রমজানে আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ভবনের তৃতীয় তলার ৩১৭ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

আর্লি বার্ডস ইয়োগা ক্লাবের অ্যাডমিন মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকত্তোর বিভাগের শিক্ষার্থী রমজান আলি রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক দৌড়বিদ, জাতীয়পদক প্রাপ্ত কৃষি মন্ত্রনালয়ের সাবেক ডেপুটি ডাইরেক্টর আবু নাসের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিশারী স্কুল ও কলেজ সিলেটের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, এই মাস সিয়াম সাধনার মাস, ত্যাগের মাস ও সংযমের মাস। এই মাস আমাদেরকে নীতি, আদর্শ ও মানবিকতা শিখায়। এই মাসেই মানুষ তাঁর নীতি আদর্শের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।

এর আগে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ক্লাবের সদস্য মো. দিলাল আবেদীন তালুকদার। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সদস্য জাকির হোসেন ভুইঁয়া ও সদস্য তোফায়েল আহমেদ। 

ইফতারের আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মোনাজাতে ক্লাবের সদস্যদের জন্য, দেশের শান্তি ও মঙ্গলের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।


এএফ/০১