কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২৩
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২৩
০১:৩৮ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অপহরণ করে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার সহযোগী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ার উপজেলার ভোলাগঞ্জ গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।
ধর্ষণের ঘটনায় গত ১২ই মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে ভোলাগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল আহমদ ওরফে ইমনতে (১৮) প্রধান আসামী করে এবং অপহরণ ও ধর্ষণের সহযোগিতা করায় ফয়সালের মা শিউলি বেগম ও বাবা আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে থানা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রধান আসামী ফয়সাল আহমদ ওরফে ইমন ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। একদিন ভিকটিমকে একা পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে আসামীর বাড়িতে রেখে ফয়সাল আহমদ তাকে ধর্ষণ করে। এ ঘটনায় প্রধান আসামী ধর্ষণকারীকে সহযোগিতা করেন তার মা শিউলি বেগম ও বাবা আনোয়ার হোসেন।
মামলার বাদী ভিকটিমের মা তিন আসামীর একজনকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, মামলার প্রধান আসামীসহ অন্য আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ ভিকটিমের মায়ের অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করার পর থেকে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করতে সময় লেগে। মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য সর্বোচ চেষ্টা চলছে।’
কেএ-০১/এএফ-০৫