ধর্মপাশায় অটোরিকশায় গলার ওড়না পেঁছিয়ে স্বুল ছাত্রীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২৩
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২৩
০২:২৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় অটোরিকশায় গলার ওড়না পেঁছিয়ে স্বুল ছাত্রীর মৃত্যু


সুনামগঞ্জের ধর্মপাশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামনের সড়কে  রবিবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশার মটরের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে পড়ায় জান্নাতুন আরফা জুঁই (১৩) নামের এই ছাত্রীর মৃত্য হয়। 

সে ওই ইউনিয়নের কান্দাপাড়া  গ্রামের ব্যবসায়ী তানভীর হোসেন তালুকদারের মেয়ে । জুঁই উপজেলা সদরের ডা.রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার চারটার দিকে উপজেলার ধর্মপাশা পূর্ব বাজার থেকে যাত্রীবাহী অটোরিকশােযোগে সপ্তম শ্রেণিতে পড়ুয়া জান্নাতুন আরফা জুঁই  নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।  ওইদিন  বিকেল সাড়ে চারটার দিকে অটোরিকশাটি উপজেলার হলিদাকান্দা গ্রামের সামনের সড়কের যাওয়া মাত্রই  অসাবধনতাবশত ছাত্রীটির গলায় থাকা ওড়না অটোরিকশার মটরের সঙ্গে পেঁছিয়ে পড়ে।   এতে গলায় টান লাগলে ওই ছাত্রীটি অচেতন হয়ে পড়ে। অটোরিকশায় থাকা তার  একজন বান্ধবী বিষয়টি খেয়াল করলে সে চিৎকার মারে। পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীটিকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, অটোরিকশার মটরের সঙ্গে অসাবধানতাবশত ওই ছাত্রীটির গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

এই মৃ্ত্যু নিয়ে পরিবারের ওই ছাত্রীটির পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই ছাত্রীটির লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ-০১/এসই-০৪