গাড়ি রেখে পালালো ছিনতাইকারী, ভুক্তভোগীর কাছে অটোরিকশা

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২৩
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২৩
০৬:৩০ অপরাহ্ন



গাড়ি রেখে পালালো ছিনতাইকারী, ভুক্তভোগীর কাছে অটোরিকশা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাকরির আবেদন করতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছে শেখ মোহাম্মদ হেলাল নামের এক ভুক্তভোগী।

ছিনতাইকারী তৎক্ষনাৎ সিএনজি রেখে পালালে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সে সিএনজিটি নিজের হেফাজতে তালাবদ্ধ করে রাখে। ভুক্তভোগীর দাবি ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সিএনজি ফেরত দেওয়া হবে না। তবে সিএনজিতে প্রাপ্ত ডকুমেন্টের ভিত্তিতে মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

রবিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে আম্বরখানা যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী হেলাল।

হেলাল বলেন, গতকাল রবিবার আমি শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিস সহকারী পদে চাকরির আবেদন করতে এসেছি। আবেদনের প্রক্রিয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিতে বিশ্ববিদ্যালয়ের গেটে যাই। সেখান থেকে আম্বরখানার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠি। তখন সিএনজিতে ড্রাইভারসহ আরো দুজন যাত্রী ব্যক্তি ছিল। সিএনজিতে উঠে কিছুদূর যাওয়ার পর পেছনে বসা একজন আমার পেটে ছুরি ধরে বলে যা কিছু আছে বের করে দে, চিৎকার করলে সমস্যা হবে। তখন আমি নিরুপায় হয়ে পকেটে থাকা ১১ হাজার টাকা বের করে দেই। তারা আরও যা আছে বের করে দিতে বলে। তখন কিছু নেই বললে, তারা আমার সাথে থাকা ব্যাগ সার্চ করা শুরু করে, সেখানে আরো ৪০ হাজার টাকা পায় তারা। পরে সেটাও নিয়ে নেয়। টাকা নেওয়ার একটু পর পাঠানঠুলার একটু আগে গেলে আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।

ভুক্তভোগী হেলাল আরো জানান, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমি আরেকটি সিএনজি দিয়ে সে গাড়িকে তাড়া করি এবং মোবাইলে সিএনজির ভিডিও ধারণ করতে থাকি। কিছুদূর যাওয়ার পর সিএনজিটি থামলে আমি সেটাকে শনাক্ত করে লোকজন ডাকাডাকি করি। পরে সে সিএনজি রেখে ড্রাইভার দ্রুত পালিয়ে (চাবি রেখে) যায়। পরে বিশ্ববিদ্যালয়ে থাকা আমার এক আমার মামাত ভাইকে বিষয়টি অবগত করি। সে আসলে তার সহযোগিতায় সিএনজিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসি। সিএনজিতে ড্রাইভারের আইডি কার্ড, মালিকের তথ্য ও সিএনজির যাবতীয় ডকুমেন্ট ছিল। সিএনজি সিরিয়াল নম্বর 'সিলেট থ-১২-০৩৮৬' চালকের নাম সুমন আহমেদ।

প্রসঙ্গত, শেখ মোহাম্মদ হেলালের  ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা। 


এইচএন-০১/এএফ-০৭