সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২৩
০২:১৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২৩
০২:২৫ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাটে থেকে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হিরালাল মালাকার (৫৪)। সে সিলেটে বিয়ানীবাজার উপজেলার নারায়নপুর লাউতা গ্রামের মৃত বিরেন্দ্র মালাকারের ছেলে।
দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ।
রবিবার (২ এপ্রিল) বিকালে বিয়ানীবাজার থানা পুলিশ কানাইঘাট থানার মানিকগঞ্জ ইউনিয়নের উজানিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীসহ তার ১০জন সঙ্গী মিলে কুলাউড়া থানা এলাকার হিংগাজিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে। পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার পর আসামী হিরালাল মালাকার বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এসই/১০