সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০২, ২০২৩
০৩:০৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২৩
০৩:০৬ পূর্বাহ্ন
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি করতে না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
আজ শনিবার (১ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জোট নেতৃবৃন্দ বলেন, ‘রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত। কিন্তু শাসক সরকার জনগণের সকল সাংবিধানিক অধিকার হরণ করে দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। সভা-সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নেয়ার অলিখিত বিধান কার্যকর করেছে।যা অগ্রহণযোগ্য।’
বিবৃতি দাতারা হলেন, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায় ,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল , বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য ডা. হরিধন দাশ।
বিবৃতিতে তারা বলেন শহীদ মিনারে সভা সমাবেশে পুলিশি বাঁধা অনভিপ্রেত, দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ, জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশি বাঁধার নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সকল বাম-গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এএফ/১০