দেশকে বাঁচতে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২৩
১১:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন



দেশকে বাঁচতে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেট জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট খন্দকার আব্দুল মুক্তাদির।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারনে মানুষ আজ দিশেহারা। সরকারের ভয়াবহ দূর্নীতির কারণে দেশ আজ ভয়াবহ সংকটে। এসব অপকর্মের বিরুদ্ধে কথা বললেই চলে ঝুলুম-নির্যাতন।’

আজ শনিবার দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষ পেটভরে খেতে পারছে না। মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেশ যেভাবে চলছে আর কিছুদিন গেলে এটি হাবিয়া দোজখ হয়ে যাবে। এই পরিণতি থেকে দেশকে বাঁচতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করার বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে কোন স্বৈরশাসক টিকতে পারে নি, ফেরাউন কিংবা নমরুদও টিকতে পারে নি। তাই এই স্বৈরাচারী সরকারও টিকতে পারবে না। জনগনের বিজয় হবে ইনশাআল্লাহ।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে ১০ দফা বাস্তবায়ন ও বলে ভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন দলটির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিএনপি জনগনের দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করছে। দেশে আজ আইনের শাসন, বাক স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার নেই। মানুষের এসব মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, হাজী শাহাব উদ্দিন, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহীদ আহমদ চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনূর আহমদ, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আছলাম মুমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকদের মধ্যে ঈসমাইল হোসেন সেলিম, আলী আকবর, আজিজুর রহমান আজিজ, নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা ইয়াহইয়া আহমদ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এএফ/০৯