নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৩
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৯, ২০২৩
০১:২৬ অপরাহ্ন
পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় নিহত দুই সিলেটির একজন সুহেদ আহমদের লাশ আগামী শনিবার (১ এপ্রিল) দেশে আসছে।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন নিহতের ভাই শিপু আহমদ। তিনি বলেন, ‘আগামী শনিবার ভাইয়ের লাশ দেশে এসে পৌঁছবে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করবো।’
সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের মৃত ইসমেদ আলীর ছেলে।
গত ২০ মার্চ দুপুরে পর্তুগালের বেজায়ে শহরে নিহ কর্মস্থলে কাজের সময় দেয়াল চাপায় মারা যান সুহেদ। তার সঙ্গে আরো দুজন মারা যান। তাদের মধ্যে শাহীন আহমেদ (৪৭)।
এএফ/০৭