সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৬, ২০২৩
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৬, ২০২৩
০৭:১৯ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবসে আজ রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় সিলেট নগরের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এসএমপির উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএমসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
এএফ/০১