রমজানে মিশন ওয়ান মিলিয়নের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৫, ২০২৩
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৫, ২০২৩
০৭:০৮ অপরাহ্ন



রমজানে মিশন ওয়ান মিলিয়নের খাদ্যসামগ্রী বিতরণ


পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মিশন ওয়ান মিলিয়ন। বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল খিলগ্রামে ও ছাতক উপজেলার গাংপার নোয়াকোট গ্রামে পৃথকভাবে ১০০ জন বিধবা, এতিম, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারে মধ্যে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বারহাল ফ্যামিলি রিলেশনশীপ অরগানাইজেশন ইউকের অর্থায়নে ১০ কেজির প্রতিটি ফুডপ্যাকে ছিল তেল, ডাল, ছোলা, পেয়াজ, খেজুর, লবণ ও আলু।

ইফাতার সামগ্রি বিতরণে উপস্থিত ছিলেন বারহালের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব এম এ মালেক চৌধুরী, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, ক্রিকেটার নাহিদ হোসেন চৌধুরী, তাহসান ইসলাম চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আর্তমানবতার সেবাই প্রকৃত মানবসেবা। সিয়াম সাধনার মাসে অসহায় দুস্থদের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মী ও সামাজিক দায়িত্ব। মিশন ওয়ান মিলিয়ন সেই কাজটি করে যাচ্ছে।’

বক্তারা দুস্থদের পাশে এগিয়ে আসার জন্য বারহাল ফ্যামিলি রিলেশনশীপ অরগানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী ও কো-অরডিনেটর মাজিদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এএফ/০২