নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৩
০৩:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২৩
০৭:৪৩ পূর্বাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলায় একটি সেতুর নিচে সুমাইয়া বেগম নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার নুরপুর গ্রামে সেতুর নিচে খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমাইয়া উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে এবং স্থানীয় বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে ও স্কুলে যেতে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুপুরে স্কুলে গিয়ে সুমাইয়ার মা মেয়েকে পাননি। বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় স্কুলে গিয়েছিলেন তার মা। পরে স্কুল ছুটির পরও মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে স্থানীয় লোকজন নুরপুর গ্রামের খালের পাড়ে স্কুলব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখে পরিবারকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মেয়ের লাশ সেতুর নিচে পড়ে থাকতে দেখেন। পরে থানায় জানানো হলে পুলিশ এসে মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমাপ্রাদ চক্রবর্তী। তিনি বলেন, নিহত স্কুলছাত্রীর গলায় হালকা একটি দাগ রয়েছে। শ্বাসরোধে মেয়েটিকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইকন্দর মিয়া বাদীয় হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এএফ/০৩