কুইন্স হসপিটাল ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এমওইউ স্বাক্ষর

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২২, ২০২৩
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২৩
০৭:১৮ পূর্বাহ্ন



কুইন্স হসপিটাল ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এমওইউ স্বাক্ষর


বিশ্বমানের স্বাস্থ্যসেবার অঙ্গীকারে সিলেট যাত্রা শুরু করা কুইন্স হসপিটাল এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমওইউ স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টায় হাসপাতালের আনুষ্ঠানিকভাবে এমওইউ স্বাক্ষরিত হয়। কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমদ চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। 

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও মিসেস হুমায়রা আজম, কুইন্স হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের এসইভিপি এবং হেড অব এইচআরডি মুন্সী মিজানুর রহমান, ভিপি এবং সিলেট করপোরেট শাখার ব্যবস্থাপক চৌধুরী তামান হাসিব, এভিপি এবং জালালাবাদ সেনানিবাস শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম, কুইন্স হসপিটালের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, ব্যবস্থাপক (একাউন্টস) স্বপন ধর, ডেপুটি ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) জাকির হোসেন ভ‚ঁইয়া, ডেপুটি ম্যানেজার সৈয়দ রায়হান হোসেন, সহকারী ব্যবস্থাপক (আইটি) তায়েফ আহমদ, সৈয়দ আফসানা মুন প্রমুখ। 

এই চুক্তির ফলে ট্রাস্ট ব্যাংকের স্টাফ ও তাদের পরিবারসহ ট্রাস্ট ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডধারী সকল হোল্ডারগণ কুইন্স হসপিটালে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে সকল টিবিএল ডেবিট ও  ক্রেডিট কার্ডধারী হোল্ডারদের ক্ষেত্রে সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষার উপর ২০ শতাংশ ছাড়, সকল প্রকার ইমেজিং ও রেডিওলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন। সকল টিভি এল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য যেমন বাবা-মা, স্বামী-স্ত্রী, ছেলেমেয়ের ক্ষেত্রে প্যাথলজিক্যাল টেস্টের উপর ৩০শতাংশ এবং সকল প্রকার ইমেজিং ও রেডিওলজিক্যাল টেস্টের উপর ২০ শতাংশ ছাড় পাবেন।


এএফ/০২