সিলেটে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২৩
১১:১৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২৩
১১:১৫ অপরাহ্ন



সিলেটে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২


সিলেটে নির্মাণাধীন একটি ভবনে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নগরের সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ মিয়া (২৭) এবং বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক মিয়া (২৫)।

জানা গেছে, দুই দিন ধরে সিলেটে বৃষ্টির কারণে সবুজবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন বাসার ভিত্তি তৈরির জন্য খোঁড়া গর্তে পানি জমে ছিল। সকালে শ্রমিকেরা আসার পর পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জাহিদ মিয়া ও সাদিক মিয়া পানিতে নেমে পাম্প বসিয়ে সেচের ব্যবস্থা করছিলেন। পাম্পে বিদ্যুৎ–সংযোগ দিয়ে সেচ দেওয়ার সময় তাঁরা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় অন্য শ্রমিকেরা বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকসহ আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন। বিষয়টির বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পানি নিষ্কাশন করতে গিয়ে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাঁদের লাশ হাসপাতালের মর্গে আছে।


এএফ/০১