নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৩
০৯:০৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২৩
০৪:১৩ পূর্বাহ্ন
সিলেটের জালালাবাদ থানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরেফিন নামে (৩১) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক আরোহী। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ থানাধীন জাংগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরেফিন হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ থানাধীন জাংগাইলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে চালক ও একজন আরোহী আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক আরেফিনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজমুল হুদা খান। তিনি বিকেল চারটার দিকে জানান, ‘নিহতের ময়নাতদন্ত হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।