সিলেটের ৮ ইউনিয়ন নির্বাচন আজ : ভোট হবে ইভিএমে

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২৩
০৫:৪২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২৩
০৫:৪২ পূর্বাহ্ন



সিলেটের ৮ ইউনিয়ন নির্বাচন আজ : ভোট হবে ইভিএমে

সিলেটের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

এবারই প্রথম বারের মতো সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হবে। 

এ উপলক্ষে বুধবার বিকেলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। 


এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। দুই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩৭ প্রার্থী


এদিকে নিয়ম অনুযায়ী এসব ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ হয়েছে মঙ্গলবার (১৪ মার্চ)। তবে প্রার্থীরা ভোটারদের কাছে গতকাল রাত বারোটা পর্যন্ত ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন। 

সরেজমিনে সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রাথীরা। ভোটাররাও শেষ মুহুর্তের হিসেব কষতে ব্যস্ত। চায়ের চুমুকে ঝড় তুরছেন নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে আলোচনায়।

এদিকে, প্রচারণার শেষ মুহুর্তে এসে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এই ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সদস্য পদপ্রার্থী হতে ইচ্ছুক মো. মুক্তার হোসেন ও মো.আব্দুল কাদিরের রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন।