শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ২ জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মারিয়া সুলতানা।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুছ আলী।
তিনি জানান, দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ধরণের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এইচএন-০১/এএফ০৪