নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৩
১০:১১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২৩
০৮:৪৫ অপরাহ্ন
সিলেট নগরের বন্দরবাজারের লালবাজারে ফের বিক্রির জন্য তোলা হয়েছে বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ। এবার ১৬০ কেজি ওজনের একটি মাছ তোলা হয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর ১৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রির জন্য তোলা হয়।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে সেটি বিক্রির জন্য লালবাজার মাছবাজারে এটি তোলা হয়।
মাছটির বিক্রেতা জানান, ‘মাছটি বিক্রির জন্য নগরে মাইকিং করা হচ্ছে। তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় এটি বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদি। তবে আস্ত মাছ কেউ না কিনলে সেক্ষেত্রে আগামীকাল বুধবার এটি কেটে বিক্রি করা হবে। তখন ২ হাজার টাকা কেজিতে মাছ কিনতে পারবেন ক্রেতারা।
এদিকে ১৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ থেকে বাজারে ভিড় জমিয়েছেন কৌতুহলী মানুষ। অনেকে অপেক্ষায় আছেন কেটে বিক্রি হলে কেনার। অনেকে মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ মাছটি ছুয়ে দেখার চেষ্টা করছেন।
মাছের বিক্রেতা আনোয়ার বলেন, ‘সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ার নদীতে জেলেদের জালে ভোরে মাছটি ধরা পড়ে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে এনেছি।অনেকে দাম জানতে চাইছেন। কিন্তু আস্ত মাছ কেনার মতো কাউকে এখনো পাচ্ছি না। না পেলে কেটে বিক্রি করব।’
কত টাকায় বিক্রি করতে চান এমন প্রশ্নে বললেন, ‘তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পাবো আশা করছি। আর যদি কেটে বিক্রি করি তবে কেজি প্রতি ২ হাজার টাকায় বিক্রি করব।’