নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৩
০৬:১৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৩, ২০২৩
০৮:০৮ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ বিসিক শিল্প নগরীতে থাকা বনফুল এন্ড কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে বনফুল এন্ড কোম্পানির বড় কারখানা রয়েছে। সেখানে মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করা হয়।
ওই কারখানায় গতকাল রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন হোসেন জানান, আগুনের খবর পেয়ে সিলেট সেনানিবাস ফায়ার স্টেশন এবং দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন এই ফায়ার ফাইটার।
এসই/০২