নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২৩
১০:০৫ অপরাহ্ন
সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয় লাভ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব বিজয়ী হয়েছেন।
সিলেট নগরের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে আজ শুক্রবার (১০ মার্চ) সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতিপদে নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৭৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এমদাদ হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।
সাংগঠনিক সম্পাদকপদে লড়েছেন ৪ প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পান ৬৫০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।
এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।
সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো আজ।