শাবিপ্রবিতে ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক, সম্পাদক মিরাজ

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৯, ২০২৩
০৮:৪১ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২৩
০৮:৪১ অপরাহ্ন



শাবিপ্রবিতে ঠাকুরগাঁও স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক, সম্পাদক মিরাজ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়রত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন 'স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।


কমিটিতে লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোসাদ্দেক বিন শরীফকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. মিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মোসাদ্দেক বিন শরীফ।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি অভিজিৎ বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিরুজ্জামান রিজাত, অর্থ সম্পাদক রাগীব আনজুম রায়াত, সহ-অর্থ সম্পাদক নাফিসা রুম্মান সাফা, সাংগঠনিক সম্পাদক তামিম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন লাবিব, সহ-প্রচার সম্পাদক আল হোসেন তারেক, ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান সবুজ, সহ-ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পাপ্পু রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা মোবাশ্বেরা তাসনিম।


এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছে, মামুন হোসেন, আব্দুল করিম, রোবায়েদ আহমেদ রাহাদ, মলয় রায়, সঞ্চয় রায়, পূর্বাশা সিনহা মনি।


এইচএন/০১/এসই০২