পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৮, ২০২৩
১০:৪২ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২৩
০৮:৪৫ অপরাহ্ন



পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত


পূণ্যভুমী সিলেট জুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।


মুসলমান ধর্মাবলম্বীদের কাছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত। এই রাত্রটি পূণ্যবান একটি রজনী।

 

সিলেট জেলার প্রায় সবকয়টি উপজেলায় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করছেন। অনেক মসজিদে সারারাত জুড়ে মুসল্লিরা নফল ইবাদাত করছেন। প্রতিটি মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি পৃথিবী ছেড়ে যাওয়া স্বজনদের আত্তার মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়।


বিশেষত ওলিকুল শিরোমনী হযরত শাহজালার (রঃ) মাজার ও শাহপরান (রঃ) মাজারে মুসল্লিদের ভিড় ছিলো সর্বাধিক।


এদিকে সিলেটের কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। স্বজনদের কবর জিয়ারত, তাদের আত্নার মগফেরাত কামনা করতে কবরস্থানে ছুটে আসেন অনেকে।


শবে বরাত উপলক্ষে মহানগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিকপীর টিলায় বিকেল থেকেই আসতে শুরু করেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়।


অনেকেই স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করেন। কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।


জিয়ারত শেষে অনেকেই কবরস্থানের সামনে বসে থাকা ভিক্ষুকদেরকে সাহায্য করছেন। অনেকে কুরআন তেলাওয়াত, গরিবদের দান এবং খাবার বিতরণও করছেন। মৃত স্বজনরা যাতে কবরের আজাব থেকে মুক্তি পান সেই দোয়াই করছেন তারা।

 

কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, শবে বরাত একটি মহিমান্বিত রাত। এ রাতে দোয়া কবুল হয়। তাই তাদের মারা যাওয়া মা-বাবাসহ স্বজনদের কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করছেন তারা।


শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।


মসজিদে মুসল্লিরা ছাড়াও বাসা-বাড়ীতে নারী-শিশুরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করছেন। অনেকেই আজ নফল রোজা পালন করছেন।


পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।


পবিত্র শবে বরাত উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি।



এসই/০৩