শাবিপ্রবিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি


মার্চ ০৭, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২৩
০৩:০২ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রত্যেকের শারীরিক সুস্থতা দরকার। সুস্থ দেহে সুস্থ মন হয়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা দরকার। এগুলো নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। যার ফলে বাস্তব জীবনে ভালো কিছু অর্জন করা সম্ভব হয়। খেলাধুলায় বাজেটসহ যেসব ধরনের সহযোগিতা প্রয়োজন সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। আশাকরি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান,  আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ ছেলেদের ১২টি এবং মেয়েদের ৯টি ইভেন্ট মিলিয়ে মোট ২১টি প্রতিযোগিতা ছিল। এছাড়াও শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিল শারীরিক শিক্ষা অধিদফতর। এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।


এইচএন ০১ / এসই ১২