সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৬, ২০২৩
০৪:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২৩
০৪:২৩ পূর্বাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোঃ ইলিয়াছ শরীফের সাথে সিলেট প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় এসএমপি সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ মোঃ রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, পুণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, ক্লাবের সাবেক নির্বাহী সদস্য ফারুক আহমদ, এম এ মতিন, শোয়াইবুল ইসলাম, ক্লাব সদস্য নাজমুল কবীর পাবেল, সুনীল সিংহ, এটিএম তুরাব, শফি আহমদ শফি, শাকিলা ববি, সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান প্রমুখ।
এসময় দায়িত্বপালনে সবার সহযোগীতা কামনা করেন নবাগত এসএমপি পুলিশ কমিশনার।
এসই/০১