নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৩, ২০২৩
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২৩
০৯:১২ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর খাদিমপাড়ার মলাইটিলা এলাকার আয়াছ আলীর ছেলে।
জানা গেছে, সকাল ৮টার দিকে একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-১২৩৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টর চালক নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুটি গাড়িই পুলিশ জব্দ করেছে।’