জৈন্তাপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টা, জনতার হাতে আটক দপ্তরী

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ০৩, ২০২৩
০৭:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২৩
০৭:৫৪ পূর্বাহ্ন



জৈন্তাপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টা, জনতার হাতে আটক দপ্তরী

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় এক দপ্তরীকে আটক করেছে জনতা। 


এলাকাবাসী সূত্রে জানাযায়, বেশ কিছুদিন হতে সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে রিপন চন্দ্র (৪০) ৫ম শ্রেনীর ছাত্রীকে বিরক্ত করে আসছে। গত ২দিন পূর্বে ঐ ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে শারিরীক নির্যাতন করে। ঘটনাটি  ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষক সহ দপ্তরীর পরিবারকে জানালে কোন সুরাহা হয়নি।


বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় এলাকাবাসী ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরী রিপন চন্দ্র (৪০) স্কুলের কক্ষে আটক করে। এদিকে ঘটনার খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস ও মোস্তাফিজ বিদ্যালয়ে পৌঁছালে এলাকাবাসী দপ্তরীকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দপ্তরীকে আটক করে থানায় নিয়ে আসে। ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।


ঘটনার পর পর পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় হতে পালিয়ে যান। ঘটনার বিষয় জানতে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, আমরা পরস্পর সূত্রে ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দপ্তরীকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরকেএস ০২ / এসই ০১