খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে: ফয়সল চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


মার্চ ০২, ২০২৩
০৪:১৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২৩
০৪:১৮ পূর্বাহ্ন



খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে: ফয়সল চৌধুরী
ঢাকাদক্ষিণ প্রতিভা সংঘের সপ্তম দ্বৈত ব্যাডমিন্টনের ফাইনাল সম্পন্ন


সিলেট -৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘ঢাকা দক্ষিণের মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। আমি যদি আগামীতে এমপি নির্বাচিত হতে পারি তাহলে ঢাকা দক্ষিণ ইউনিয়ন থেকে উন্নয়ন কাজ শুরু করব।

আজ বুধবার (১ মার্চ) রাত ৯টায় উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে ঢাকা দক্ষিণ প্রতিভা সংঘ আয়োজিত সপ্তম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খেলাধূলার চর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘খেলাধুলা শারীরিক শক্তি ও চিন্তা-চেতনা, মেধা বিকাশ ঘটায়। খেলাধুলা সুস্থ শরীর গঠন ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।’ এসময় তিনি প্রতিটি এলাকায় ভালো খেলোয়াড় তৈরিতে মনযোগী হতে সবাইকে অনুরোধ করেন।

ক্রীড়ানুরাগী খোকন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ পল্লি সঞ্চয়ের ব্যাংকের শাখা ব্যবস্থাপক মহিবুর রহমান, ক্রীড়ানুরাগী নীহার কান্তি দে, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় বীসু ভূষন দেব, ঢাকাদক্ষিণ প্রতিভা সংঘের সভাপতি শাহজাহান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম রাজু, ঢাকাদক্ষিণ প্রতিভা সংঘের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বশির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়া উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফাইনাল খেলায় বারকোট মামু-ভাগনা দলের নাইম- মিজান জুটিকে বাঘা দলের তানভীর-গৌরব জুটি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 


এফএমএ-০১/এএফ-০৮