স্বাধীনতার মাস বরণে সিলেট জেলা প্রশাসনের বর্ণ্যাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০১, ২০২৩
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২৩
০৪:০২ পূর্বাহ্ন



স্বাধীনতার মাস বরণে সিলেট জেলা প্রশাসনের বর্ণ্যাঢ্য শোভাযাত্রা

শুরু হলো অগ্নিঝরা মার্চ শুরু । বাঙালির স্বপ্নসাধ যৌক্তিক পরিণতির মাসমার্চ। মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের সূচনাকাল।

আর এই মাসকে বরণে সিলেটে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা করেছে সিলেট জেলা প্রশাসন। 

আজ বুধবার সকালে এই শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

শোভাযাত্রায় বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বহন করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধার বেশে কয়েকজন তরুণকে অংশ নিতে দেখা গেছে।

শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


এসই/০২