পিছিয়েছে সিলেট মহানগর বিএনপির কাউন্সিল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৮, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন



পিছিয়েছে সিলেট মহানগর বিএনপির কাউন্সিল


সিলেট মহানগর বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। আগামী ১০ অথবা ১১ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির ঘোষণা অনুযায়ী ৪ মার্চ এ সম্মেলন হওয়ার কথা ছিল।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় কাউন্সিল ও সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। 

তবে সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা ৪ তারিখ সময় দিতে পারবেন না। তাই আজ সোমবার সম্মেলনের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ বা ১১ মার্চ এ সম্মেলন হবে।

কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরই মধ্যে সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এর আগে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আবদুল কাইয়ুম জালালী পংকী আহ্বায়ক এবং মিফতাহ্ সিদ্দিকী সদস্যসচিব মনোনীত হন।


এএফ/০৬