ওসমানীনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে জাহেদ হোসেনের মৃত্যুর পর মারা গেছেন রেদওয়ান আহমদও। গতকাল রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন—উপজেলার উসমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ঈসমাইল আলীর (পাখি মিয়া) ছেলে জাহেদ হোসেন এবং উপজেলার ধনপুর গ্রামের মোশাহিদ আলী ছেলে রেদোয়ান।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের দিক থেকে মোটরসাইকেলটি এবং সিলেট থেকে গোয়ালাবাজারের দিকে যাত্রীবাহী একটি বাস আসছিল। গোয়ালাবাজারের গয়নাঘান এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের একটি চাকার নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়।
এ সময় মোটরসাইকেলের আরোহী জাহেদ ও রেদওয়ান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত দুজনের মধ্যে জাহেদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে রেদওয়ান আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, মোটরসাইকেলের আরোহী দুজনই মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে বাসটি পালিয়ে গেছে। পুলিশ বাস ও বাসের চালককে খুঁজছে। নিহত দুজনের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএফ/০৪