শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩
১০:২৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৩
১০:২৯ অপরাহ্ন
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী করে গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিজ্ঞানচর্চা ভিত্তিক সংগঠন ‘কোপার্নিকাস এস্ট্রোনোমিকাল মেমোরিয়াল অব সাস্ট (ক্যামসাস্ট) এর উদ্যোগে ‘কসম্যানিয়া’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম সাস্টের প্রকাশনা সম্পাদক নুসরাত।
তিনি জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক চর্চা ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম-সাস্ট কসম্যানিয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের “সৌরজগত” নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পেপার প্লেন বানানো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর ক্যাম-সাস্টের নিজস্ব ওয়াটার রকেটের প্রজেক্ট দেখানোর পর এর পিছনের বিজ্ঞান সম্পর্কে জানানো হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি নাফিসা নুজাত বলেন, ‘ক্যামসাস্ট’ মূলত একটি বিজ্ঞান সংগঠন, যা মূলত জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করে। আমরা দেখেছি বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এ কুসংস্কার অনুসরণের ফলে মানুষ বিভ্রান্ত হয়। তাই সমাজকে কুসংস্কারমুক্ত করে বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এইচএন-০১/এএফ-০৩