সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩
০৯:৪৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৩
০৯:৪৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিকার, জ্বালানি-বিদ্যুতের দাম কমানো, মিথ্যা মামলা প্রত্যাহার এগুলো আর বিএনপির একার দাবি নয়। এগুলো এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।’
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের রেজিস্ট্রার মাঠ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুক্তাদির আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ একাত্ম হয়ে আন্দোলনে নেমেছে। আমাদের বিগত সমাবেশগুলোতে সেটা প্রমাণিত হয়েছে। বিএনপির দাবি হল এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযেগ্য নির্বাচন।’
এএফ/০১