সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০৭:৫৪ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলবহনকারী খালি বগির চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।
জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেলবহনকারী ট্রেন (খালি ছিল) ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর নামক স্থানে পৌঁছালে একটি বগির দুইটি চাকা লাইনচ্যূত হয়। পরবর্তীতে ট্রেনের সামনের বগিগুলো বিচ্ছিন্ন করে মাইজগাঁও নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত বগি ঘটনাস্থলেই আছে।
আন্তঃনগর উপবন এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি রাত সাড়ে বারোটা পর্যন্ত স্টেশনে ছিল।
বগিটি উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, ইতিমধ্যে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এএফ/০৩