নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৩
০২:৩৪ পূর্বাহ্ন
সিলেট নগরের বন্দরবাজারস্থ জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে হঠাৎ বিকট শব্দ করে কার্যালয়ের চতুর্থ তলার কনফারেন্স রুমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সেলিম বলেন, আমাদের কার্যালয়ের চতুর্থ তলার কনফারেন্স রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডে বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান
এএফ/১০