সমাবেশে যোগ দিতে নেতাকর্মীসহ ঢাকায় আরিফ-মিজান-ফয়সল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২২
০৪:১৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২২
০৪:১৯ পূর্বাহ্ন



সমাবেশে যোগ দিতে নেতাকর্মীসহ ঢাকায় আরিফ-মিজান-ফয়সল

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির পূর্বঘোষিত গণসমাবেশে যোগ দিতে সিলেট থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।


গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে তারা ঢাকার সমাবেশস্থলে পৌঁছান। 

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দিতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় রওনা করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

তারা জানান, শুক্রবার সিলেট থেকে বিভিন্ন ধরনের পরিবহন যোগে ঢাকায় পৌঁছান। এদের মধ্যে অনেকে পুলিশের চেকপোস্টে তল্লাশির শিকারও হয়েছেন বলে জানানো হয়।

নেতাকর্মীরা শুক্রবার ঢাকার সমাবেশে রওনা দেওয়ার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন।