ধর্মপাশা প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২২
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০১:৪৫ পূর্বাহ্ন
প্রতীকি ছবি
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম কবীর প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসএ-০১/আরএম-১১