দেশের অবস্থা ভালো, সামনে আরও ভালো হবে : পরিকল্পনামন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৭, ২০২২
০৫:৪৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২২
০২:৪৭ পূর্বাহ্ন



দেশের অবস্থা ভালো, সামনে আরও ভালো হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আলহামদুলিল্লাহ  দেশের অবস্থা ভালো আছে, সামনে আরও ভালো হবে। তবে আমাদের কাজ করতে হবে। শুধু সহায়তার অপেক্ষা করলে হবে না৷ যতটুকু সম্ভব আমরা বন্যায়  ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা দিচ্ছি৷ আরও দেয়া হবে ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় এনজিও সংস্থা ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

এসময় উপস্থিত ছিলেন ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. সাইদ সাবরি, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, ভাইস চেয়ারম্যান ইসমাইল আহসান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ। 

আরএম-০৪